Description
জ্ঞাতব্য বিষয়
- আপনার বা আমাদের মোবাইল বা কম্পিউটারের Display এর Color, Contrast & Brightness অথবা স্থিরচিত্র সংগ্রহের ত্রুটির কারণে ছবির সাথে বাস্তব পণ্যের বাহ্যিক অবস্থার কিছু তারতম্য হতে পারে। তাই অনলাইনে পণ্যের ছবি দেখে অর্ডার করলে এই বিষয়টি অনুধাবন করার মানসিকতা রাখা প্রয়োজন।
- দেশজ বিপণী’র পণ্যের গুণগত
সমস্যায় যেকোন সময় তা ফেরত দেয়া বা পরিবর্তন করার সুযোগ থাকবে। তাই যেকোন সমস্যায় বা
সন্দেহে প্রথমেই আমাদের সাথে যোগাযোগ করুন।
- পণ্য পরিবর্তন
বা ফেরত দেয়ার প্রয়োজনে এই রসিদটি সংরক্ষণ করুন।
- তাঁতের কাপড়ে
অনেক সময় তাঁতের কালি বা মাড়ের দাগ থাকতে পারে, মাঝেমধ্যে সুতার বুননে জট বা জোড়া থাকতে
পারে। তাই পণ্যে সমস্যা চিহ্নিত করার সময় তা স্বাভাবিক কি না তা বোঝার চেষ্টা করুন।
- নতুন কাপড়
প্রথমেই সাবান, ডিটারজেন্ট বা গরম পানি দিয়ে ধোবেন না। প্রয়োজনে শুধু স্বাভাবিক তাপমাত্রার
পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। দাম ও মান ভেদে গাঢ় রঙের কাপড় থেকে দুয়েকবার স্বাভাবিক
মাত্রায় রং উঠতে পারে।
- নতুন কাপড় অন্যান্য কাপড়ের সাথে ধোবেন না। পরার কাপড়ের সাথে ব্যবহারের অন্য কোনো কাপড় (যেমন- বিছানার চাদর, পর্দা ইত্যাদি) ধোবেন না।
- কাপড়ের সুতার ধরণ অনুযায়ী তা পরিষ্কারের পদ্ধতি নির্ধারণ করুন। ভুল পদ্ধতিতে পরিষ্কার করলে রং ওঠা, সুতা নষ্ট হওয়া সহ কাপড়ের বিভিন্ন ক্ষতি হতে পারে।
- তাঁতের কাপড় যত্নের সাথে ব্যবহার করতে হয়। যথাসম্ভব মাড় দিয়ে ইস্ত্রি করে পরার চেষ্টা করুন। দীর্ঘদিন আবদ্ধ অবস্থায় না রেখে মাঝেমধ্যে উন্মুক্ত স্থানে ছড়িয়ে রাখুন। রঙিন কাপড় কড়া রোদে শুকাবেন না।


0 Reviews