১) দেশজ বিপণী'র ওয়েবসাইটে (www.deshojbiponi.blogspot.com) ঢুকে আপনার পছন্দের পণ্য বাছাই করুন এবং ছবি বা নামের উপর প্রেস করে ভেতরে প্রবেশ করে পণ্যের বিস্তারিত জানুন।
২) বাছাইকৃত পণ্যের Add to Cart এ প্রেস করুন। একই পণ্য পরিমাণে একাধিক অর্ডার করতে চাইলে যতবার অর্ডার করতে চান ততবার Add to Cart প্রেস করুন।
৩) পছন্দের সব পণ্য Add to Cart করার পর ওয়েবসাইটের উপরে ডানদিকে Cart এ আপনার অর্ডারের জন্য বাছাই করা পণ্য দেখতে পাবেন মূল্যসহ। কোনো পণ্যের অর্ডার সংখ্যা বাড়াতে চাইলে '+' আর কমাতে চাইলে '-' চাপুন। পুরো Cart খালি করতে চাইলে Empty Cart চাপুন।
৪) Cart এ যুক্ত অর্ডার সঠিক হলে Checkout প্রেস করুন।
৫) Checkout
পেইজে আপনার নাম, ঠিকানাসহ বেশ কিছু তথ্য এন্ট্রি করতে হবে। এখানে কোনো ঘর খালি
রাখা যাবে না, লেখার কিছু না থাকলে 'নেই' বা 'প্রযোজ্য নয়' লিখে দিন।
+Your Name-
যিনি অর্ডার করছেন বা পার্সেল গ্রহণ করবেন তার নাম লিখুন।
+Email
Address- যোগাযোগের জন্য একটি ইমেইল অ্যাড্রেস লিখুন।
+Phone
Number- যিনি অর্ডার করছেন বা পার্সেল গ্রহণ করবেন তার ফোন নম্বর লিখুন।
+Payment
Method- যে প্রক্রিয়ায় পণ্যের মূল্য পরিশোধ করতে চান তা লিখুন, যেমন- বিকাশ, রকেট,
নগদ, ব্যাংক অ্যাকাউন্ট বা ডেলিভারির সময় ক্যাশ (COD)।
+Address-
যিনি অর্ডার করছেন বা যার ঠিকানায় পার্সেল যাবে সেটি লিখুন।
+Registered
Customer ID- আপনি যদি আমাদের নিবন্ধিত ক্রেতা হয়ে থাকেন তাহলে আপনার আইডি নম্বর
লিখুন।
+Expected Date and Time of Delivery- কোন দিন ও সময়ে আপনি পার্সেলটি গ্রহণ করতে আগ্রহী তা লিখুন।
+Coupon
Code- আপনার কাছে কোনো কুপন কোড থাকলে লিখুন।
+Note-
ঢাকার বাইরে কুরিয়ার করতে হলে কোন কুরিয়ারের কোন ব্রাঞ্চে দিতে হবে তা লিখুন।
এছাড়া পণ্য ডেলিভারি সংক্রান্ত যেকোন তথ্য গুরুত্বপূর্ণ মনে করলে লিখুন।
৬) তথ্য এন্ট্রি করা হলে পেমেন্ট মেথোড হিসেবে Cash On Delivery (COD), Mobile Banking, Bank Transfer এই ৩টার যেকোন একটি সিলেক্ট করতে হবে।
৭) নিচে Confirm Order ও Place Order এই দুটিতে প্রেস করলেই অর্ডার সম্পন্ন হয়ে যাবে। এরপর আসা পেইজে পেমেন্টের জন্য প্রযোজ্য অ্যাকাউন্ট নম্বর দেখতে পাবেন যেটি লিখে রাখতে পারেন। প্রিন্ট অপশনে গিয়ে পুরো পেইজটি পিডিএফ হিসেবে ডাউনলোড করে রাখতে পারেন বা স্ক্রিনশট রাখতে পারেন। Order Details এ পণ্যের সংখ্যা পণ্যের নামের যথাক্রমে লেখা থাকে এবং একক পণ্যের মূল্য লেখা থাকে। তাই বিষয়টি জটিল মনে হলেও বিচলিত হবেন না, আপনার অর্ডার করা পণ্যের সঠিক তথ্যই আমাদের কাছে আসবে।
৮) আপনাকে
ইমেইল বা ফোনের মাধ্যমে জানানো হবে অর্ডারকৃত পণ্যগুলি ডেলিভারির বিষয়ে। এই
কনফার্মেশনের পরই আপনাকে পেমেন্ট করতে হবে।
+ Cash On
Delivery (COD)- আপনি যদি ডেলিভারির সময় সরাসরি পেমেন্ট করতে চান, তাহলে এই অপশনটি
সিলেক্ট করুন। ঢাকার বাইরে এই অপশন প্রযোজ্য হবে না।
+ Mobile
Banking- বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে এই অপশনটি সিলেক্ট করুন।
+ Bank
Transfer- ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে চাইলে এই অপশনটি সিলেক্ট করুন।

0 Reviews